দারিদ্র্য দূরীকরণ

Poverty Eradication

মানবতার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ দারিদ্র্য। এই চ্যালেঞ্জ মোকাবেলায় আলম খান – তহুরুন্নেসা ফাউন্ডেশন নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাবে।  দারিদ্র্য বিমোচন ও অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে এই ফাউন্ডেশন বিভিন্ন ধরনের প্রকল্প ও কর্মসূচী বাস্তবায়ন করবে। আর্থ-সামাজিক ভাবে ঝুঁকিপূর্ণ ও সমাজের অনগ্রসর জনগোষ্ঠীকে লক্ষ্য করে তাদের মৌলিক চাহিদাগুলো পূরণে সচেষ্ট থেকে সকল প্রকার কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
One of the greatest challenges for mankind is poverty. Alam Khan-Tahurunnesa foundation aims to face this challenge. In order to reduce poverty & to elevate the living standard of under-developed people, this foundation will undertake various programs & projects. Targeting the socio-economically backward people & prioritizing to fulfill their basic needs, this foundation will establish their programs & objectives with utmost consideration.

কৃষি উন্নয়ন ও খাদ্য নিরাপত্তা

Agriculture Development & Food Security

দরিদ্র জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিতকল্পে আধুনিক পদ্ধতিতে চাষাবাদ ও অধিক ফলনের বিষয়টি গুরুত্ব দেয়া হবে। এ লক্ষ্যে কৃষক ও জমির মালিকদের ফেলে রাখা অনাবাদী জমি চাষে উদ্বুদ্ধ করাসহ বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদের ক্ষেত্রে প্রয়োজনীয় বীজ, সার ও যন্ত্রপাতি সরবরাহের মাধ্যমে প্রান্তিক চাষীদের সহায়তা করা হবে, আধুনিক খামার ভিত্তিক কৃষি উন্নয়নের  উপর জোর দেয়া হবে। খাদ্য নিরাপত্তার পাশাপাশি প্রয়োজনীয় পুষ্টির বিষয়টি গুরুত্ব দিয়ে টেকসই কৃষি ব্যবস্থাপনা প্রতিষ্ঠায় ফাউন্ডেশন কার্যকর ভূমিকা পালন করবে।
With a view to ensuring food security for poor & deprived people, emphasis will be given on providing modern tools & method for agriculture & maximum food production. In this respect, both owners of unused lands & farmers will be motivated towards cultivation & harvesting of crops. They shall be provided with necessary seeds, fertilizers, tools etc so that they can cultivate lands by scientific method. Importance will be given to modern farm centric agricultural development. This foundation will play key role in ensuring nutrition along with food security & pave its path to a sustainable agricultural management.

মানসম্মত শিক্ষা

Quality Education

সকলের জন্য শিক্ষার সমান সুযোগ সৃষ্টিসহ মানসম্মত শিক্ষার প্রসারে ফাউন্ডেশন কাজ করে যাবে। এ লক্ষ্যে উন্নতমানের শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠাসহ সরকারি কারিকুলাম যথাযথভাবে বাস্তবায়ন, নৈতিক শিক্ষা বিস্তার, বিজ্ঞানমনস্ক ও আই সি টি নির্ভর শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নের মাধ্যমে সুশিক্ষিত সুনাগরিক তৈরীতে ফাউন্ডেশন সচেষ্ট থাকবে। এছাড়াও ফাউন্ডেশনের পক্ষ হতে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের “মেধা বৃত্তি” ও আর্থিক সহায়তা প্রদান করা হবে।
The foundation will work to create equal opportunity of education for all as well as expand quality education. The steps like establishing standard educational institution, following govt. curriculum, expansion of moral education, science & technology based education will be implemented by the foundation with the goal of creating well educated good citizens.

জনস্বাস্থ্য

Public Health

“সুস্থ দেহ সুস্থ মন” এ শ্লোগানকে সামনে রেখে জনসাধারনের সুস্বাস্থ্য নিশ্চিতকরণের মাধ্যমে উন্নত জীবন ব্যবস্থা প্রতিষ্ঠায় বিভিন্ন প্রকার প্রকল্প বাস্তবায়ন করা হবে। বিশেষ করে ফাউন্ডেশনের অধিক্ষেত্রে “ফ্রি মেডিকেল ক্যাম্প” ও “ফ্রি চক্ষু শিবির” নিয়মিত আয়োজনসহ দরিদ্র রোগীদের চিকিৎসা সেবায় প্রয়াজনীয় সহায়তা প্রদান করা হবে। সরকারের যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনকল্যাণে প্রয়োজনীয় “চিকিৎসা সহায়তা কেন্দ্র” প্রতিষ্ঠা করা হবে।
“Healthy body Healthy mind” Following this phrase, this foundation will implement several projects & programs to ensure good health of mass people & try to lead them towards a developed lifestyle. Under the supervision of foundation, free medical camp, free eye checkup will be carried on regularly for ensuring medical facility for poor patients & necessary support will be provided as well. With the help from govt. authority significant “Medical Support Center” will be established for public welfare.

নারীর ক্ষমতায়ন ও শিশু অধিকার রক্ষা

Women Empowerment & Child Right Protection

আলম খান-তহুরুন্নেসা ফাউন্ডেশন নারীর ক্ষমতায়ন ও শিশু অধিকার রক্ষায় ব্যাপকভিত্তিক কর্মসূচী বাস্তবায়ন করবে। নারীর প্রতি সকল ধরনের বৈষম্য ও সহিংসতা নিরসনে ইউএনডিপি-এর গাইডলাইন অনুসরণপূর্বক প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। কন্যা শিশুর অধিকার প্রতিষ্ঠা, নারীর প্রকৃত মজুরি নির্ধারণ ও নারীর সামাজিক মর্যাদা প্রতিষ্ঠায় ফাউন্ডেশন সকল প্রকার সহায়তা প্রদান করবে। এ ছাড়াও শিশুশ্রম বন্ধকরণসহ শিশুদের প্রাথমিক স্কুল হতে ঝরে পড়া রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে। বাল্য বিবাহ, নারী নির্যাতন রোধ এবং যৌতুক বিরোধী গণসচেতনতা তৈরীতে কার্যকর ভূমিকা রাখবে ফাউন্ডেশন।  “ডে কেয়ার সেন্টার” প্রতিষ্ঠাসহ মাতৃস্বাস্থ্য সুরক্ষা ও শিশু অধিকার রক্ষায় বিভিন্ন প্রকল্প ও কর্মসূচী বাস্তবায়ন করা হবে।
Alam Khan-Tahurunnesa Foundation will implement massive programs to implement women power & to protect child rights. To eradicate discrimination towards women & to prevent violence, UNDP guidelines as well as important steps will be taken. The foundation will give full support to establish girls child rights, fair wage for women & to establish strong social position for women. Besides, emphasize will given to stop child labor as well as to reduce the rate of dropout from primary school. The foundation will play effective role to prevent child marriage, abuse towards women & dowry. They shall also try to create mass awareness. regarding this, various plans & programs will be materialized to facilitate material health & to protect child rights along with establishing “Day Care Center”.

নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশন

Safe Drinking Water & Sanitation

জাতিসংঘ ঘোষিত “২০৩০ সালের মধ্যে সবার জন্য নিরাপদ পানি” নিশ্চিতকরণে বিভিন্ন ধরনের কর্মসূচী বাস্তবায়ন করা হবে। স্যানিটেশন ব্যবস্থা উন্নয়নে দরিদ্র পরিবারের মধ্যে স্বাস্থ্যসম্মত “সেনিটারী ল্যাট্রিন” ও “আর্সেনিকমুক্ত নিরাপদ টিউবওয়েল” সরবরাহ ও স্থাপন করা হবে।
Various programs will be taken to ensure ” Safe Water For All By 2030″ announced by united nations. Poor families will be provided with proper “Sanitary Latrine” & arsenic free tube-well to develop the sanitation system.

মানবসম্পদ উন্নয়ন ও কর্মসংস্থান

Human Resource Development & Employment

টেকসই উন্নয়ন নিশ্চিতকল্পে বেকার যুবক যুবতীসহ বিভিন্ন পর্যায়ের নারী, পুরুষ ও প্রতিবন্ধী ব্যক্তিদের বৃত্তিমূলক প্রশিক্ষণসহ বিভিন্ন ধরনের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানবসম্পদে রূপান্তর করে বিভিন্ন ট্রেডে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। এ লক্ষ্যে সরকারের যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে ফাউন্ডেশনের পক্ষ হতে উন্নত প্রশিক্ষণ কারিকুলাম সম্পন্ন ট্রেনিং ইনস্টিটিউট স্থাপন করা হবে।
To ensure sustainable development, unemployed men & women and physically/mentally handicapped people will be given vocational training in order to turn them into skilled manpower. Employment will be created for them in various trade & organisations. In this regard, developed training curriculum institute will be established under the supervision of govt. authority.

ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম

Relief & Rehabilitation

প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্থ জনগোষ্ঠিকে ফাউন্ডেশনের পক্ষ হতে প্রয়োজনীয় ত্রাণসহয়তা প্রদানসহ তাদের পুনর্বাসনের ব্যবস্থা নেয়া হবে। যাতে করে তারা ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠে স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে যেতে পারে। পুনর্বাসন কার্যক্রমে তাদের জন্য বিভিন্ন ধরনের আয়বর্ধক প্রকল্প বাস্তবায়ন করা হবে।
Measures will be taken to provide necessary aid & to rehabilitate distress people who are victims of natural & man made calamities. Support will be given to them so that they can overcome their loss & go back to normal life. Many income based projects are to be implemented rehabilitate them.

গ্রামীণ অবকাঠামোগত উন্নয়ন ও কৃষিভিত্তিক শিল্প প্রতিষ্ঠা

Rural Infrastructural Development & Establishment of Agro-based Industries

টেকসই উন্নয়ন নিশ্চিতকল্পে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে সরকারের বিভিন্ন সংস্থাসমুহের সাথে যোগাযোগ ও সমন্বয়ের সরকারি সহযোগিতায় উন্নত গ্রামীণ অবকাঠামো বিনির্মাণে ভূমিকা রাখবে। পাশাপাশি কৃষিভিত্তিক বিভিন্ন শিল্প প্রতিষ্ঠায় স্থানীয় উদ্যোক্তাদের উদ্বুদ্ধ করা হবে এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।
With the view to ensuring sustainable development and to elevate rural infrastructure, the foundation will keep contact with different government organizations and acquire government aid as well. Beside the local entrepreneurs will be motivated to established agriculture based firms and necessary assistance also be given.

ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণ

Preservation of History & Heritage

বাঙালির চিরায়ত ইতিহাস, ঐতিহ্য ও কৃষ্টিকে ধারণ ও লালন করে আলম খান – তহুরুন্নেসা ফাউন্ডেশন দেশজ সংস্কৃতি বিকাশে উৎসাহ প্রদানসহ রবীন্দ্র জয়ন্তী , নজরুল জয়ন্তী, লালন উৎসব, বৈশাখি মেলা, পৌষ মেলা, পিঠা উৎসব ও লোকজ সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করবে। বাঙালির হাজার বছরের সমৃদ্ধ ইতিহাস সংরক্ষণে সংগ্রহশালা প্রতিষ্ঠাসহ জ্ঞান আহরণের জন্য সমৃদ্ধ লাইব্রেরি প্রতিষ্ঠা করা হবে।
Alam Khan –Tahurunnesa Foundation will always nurture unprecedented history, tradition and culture of Bangladesh. For the enrichment of Bengalee’s culture – Rabindra Joyonti, Nazrul Joyonti, Lalon Festival, Baishakhi Fair, Poush Fair (Winter Festival), Pitha festival and Folk musical festival will be organized. In order to preserve the rich history of Bangladesh galleries and libraries will be established whereby people can acquire knowledge through these.

জলবায়ু পরিবর্তন মোকাবেলা ও পরিবেশ সংরক্ষণ

Dealing With Climate Change & Environmental Conservation

প্রাকৃতিক দুর্যোগপ্রবণ দেশ হিসেবে জলবায়ু পরিবর্তনের অন্যতম ঝুঁকির মধ্যে রয়েছে বংলাদেশ। জলবায়ু পরিবর্তনের সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় পরিবেশ রক্ষা, গ্রিন হাউস গ্যাস নিঃসরণ রোধ, সামাজিক বনায়ন ও বৃক্ষরোপণের উপর জোর দেয়া হবে। এছাড়াও প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ও সুষম ব্যবহারে গণসচেতনতা সৃষ্টিতে ফাউন্ডেশন পদক্ষেপ নেবে।
Bangladesh is a natural disaster prone country which makes her vulnerable to climate change as well. To face the effect of climate change, conservation of environment, minimization of effect of greenhouse gas, tree plantation etc, programmes will be implemented. Moreover, proper use of natural resources and mass awareness will be a matter of concern of the Foundation.

ক্রীড়া ও সংস্কৃতির উন্নয়ন এবং মাদকের ব্যবহার রোধ

Development of Sports and Culture & Prevention of Drug

মাদক দ্রব্যের বিষাক্ত ছোবল হতে যুব সমাজকে রক্ষার্থে এবং শিশু কিশোর ও যুবকদের সুস্থ মানসিক বিকাশে বিভিন্ন ধরনের খেলাধুলা ও সাংস্কৃতির অনুষ্ঠানের আয়োজন করা হবে। শিশু কিশোর ও যুবকদের মনে যেন সৃজনশীল প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে ওঠে সে লক্ষ্যে ফাউন্ডেশন বিভিন্ন সময়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বিভিন্ন টুর্নামেন্টের আয়োজন করবে।
Different types of sports and cultural programmers will be organized to ensure mental health development of children and to keep the youth away from the curse of drugs. The foundation will organize cultural peogrammes and tournaments from time to time so that kids, juveniles and youth can grow up with a creative and competitive mindset.

মৌলিক মানবাধিকার রক্ষা

Protection of Basic Human Rights

জনসাধারণের মৌলিক মানবাধিকার রক্ষা ও ন্যায় বিচার নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাবে আলম খান-তহুরন্নেসা ফাউন্ডেশন। বিশেষ করে দরিদ্র জনগোষ্ঠী, অনগ্রসর মহিলা ও শিশুদের আইনি সহায়তা প্রদানসহ বৈষম্যহীন সমাজ বিনির্মাণে এবং আইনের শাসন সমুন্নত রাখতে নিরলসভাবে কাজ করবে এই ফাউন্ডেশন।
Alam Khan- Tahurunnesa foundation will work relentlessly to make sure that basic rights of public are protected and justice is established. Poor rural unprivileged women and kids will be provided with legal aid if necessary. The foundation will work to establish a society with equality and ensure rule of law in the socity.

বৃদ্ধাশ্রম ও অনাথ শিশু আশ্রম প্রতিষ্ঠা

Establishment of Old age Home & Orphanage

আলম খান – তহুরন্নেসা ফাউন্ডেশন জনকল্যাণমুখী একটি মানবিক প্রতিষ্ঠান হিসেবে অসহায় বৃদ্ধ- বৃদ্ধাদের জন্য “বৃদ্ধাশ্রম” ও অসহায় অনাথ শিশুদের জন্য “অনাথ শিশু আশ্রম” বা “এতিম নিবাস” গড়ে তুলবে ও পরিচালনা করবে। যেখানে সমাজের অবহেলিত বৃদ্ধ বৃদ্ধা তাদের জীবন সায়হ্নে এসে নিজেদের একটি নিরাপদ ও নির্ভার আশ্রয় খুজে পায় । পাশাপাশী অসহায় এতিম ও অনাথ শিশুরা যেন তাদের থাকা খাওয়া ও পড়াশোনার সুযোগটুকু পেতে পারে।
Alam Khan- Tahurunnesa foundation will established and direct ‘Old age home’ for old men and women and ‘Orphanage’ for orphan childrens. There the old people can find a safe and secure place for themselves at the last stage of their life. Moreover, the orphans will get opportunity for study and their basic needs will be made.

মুক্তিযুদ্ধের চেতনা বিকাশ, গবেষণা ও প্রকাশনা

Research, Publication & Development of The Spirit of Liberation War

মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখতে মহান স্বাধীনতা ও মুক্তি সংগ্রামের ইতিহাস সম্পর্কে গবেষণা ও প্রকাশনা কার্যক্রম বাস্তবায়নসহ বাঙালির ইতিহাস, ঐতিহ্য ও গৌরবগাঁথা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ফাউন্ডেশনের পক্ষ হতে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
The foundation will implement various programmes to have a research about the history of liberation war and its struggles so that the spirit of liberation war remains uplifted. Publication programmes will also be implemented about history of Bengalee tradition, story of pride ect.  so that new generation can know about the rich history of their own nation.

জনকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিতকরণ

Ensuring Sustainable Development Through Public Welfare Activities

সর্বপরি আলম খান-তহুরন্নেসা ফাউন্ডেশন সরকার অনুমোদিত বেসরকারি স্বেচ্ছাসেবী জনকল্যাণমুখী একটি সংগঠন হিসেবে সমাজে পিছিয়ে পড়া প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নানাবিধ জনকল্যাণমূলক কর্মসূচী বাস্তবায়নের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের “টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন (এসডিজি)” অভিযাত্রায় একটি উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান হিসেবে ভূমিকা পালন করবে।
Alam Khan- Tahurunnesa foundation as non-government, non-profitable, volunteer welfare organization authorized by the government will always work to develop the living standard of unprivileged, socio-economically backward people. This foundation will implement many public welfare programmes as a ‘Development Associate Organization’ for the Government of Bangladesh to achieving the “Sustainable Development Goals (SDGs).