IMG-20200723-WA0007-removebg-preview
মানবতাবাদী, আদর্শ ও জনকল্যাণমুখী স্বপ্নকে হৃদয়ে ধারণ করে ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকল জনগণের আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তন ও জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্য নিয়ে যাত্রা শুরু হয়েছে আলম খান-তহুরুন্নেসা ফাউন্ডেশনের।
The Alam Khan-Tahurunnesa Foundation has started its journey with the aim of changing the socio-economic condition of all people irrespective of religion, caste and creed and improving their standard of living, keeping in mind the dream of humanism, ideology and welfare.

চলমান প্রকল্প

Alleviation of poverty

1. Livelihood

2. Scholarship scheme for meritorious students

3. Food distribution project among the poor

4. Socio-Economic Research Project

5. Sports Development and Culture Development Project

6. Distribution of winter clothes

7. House construction assistance scheme among the homeless

8. Medical care scheme for sick patients

9. Matrimonial assistance to marriageable destitute daughters

10. Agricultural inputs distribution scheme

11. Knowledge Discovery Project

দারিদ্র্য বিমোচন

১. জীবিকা নির্বাহ

২. মেধাবী ছাত্র/ছাত্রীদের বৃত্তি প্রদান প্রকল্প

৩. হত দরিদ্রদের মাঝে খাবার বিতরণ প্রকল্প

৪. আর্থ-সামাজিক গবেষণা প্রকল্প

৫. খেলাধুলা উন্নয়ন ও সংস্কৃতি বিকাশ প্রকল্প

৬. শীতবস্ত্র বিতরণ

৭. গৃহহীনদের মাঝে গৃহ নির্মাণ সহায়তা প্রকল্প

৮. অসুস্থ রোগীদের চিকিৎসা সেবা প্রকল্প

৯. বিবাহযোগ্য দরিদ্র্য কন্যাদের বৈবাহিক সহায়তা

১০. কৃষি উপকরণ বিতরণ প্রকল্প

১১. জ্ঞান অন্বেষণ প্রকল্প

Chairman

চেয়ারম্যান

আবদুল হালিম খান-এর জন্ম বিক্রমপুরের সিরাজদিখান উপজেলার পাউসার গ্রামে। তিনি লেখাপড়া করেছেন চুড়াইন তারিণী বামা উচ্চ বিদ্যালয়, নবাবগঞ্জ, ঢাকা। রায়পুরা ইন্টারমিডিয়েট কলেজ, নরসিংদী। দোহার-নবাবগঞ্জ ডিগ্রী কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে।
স্কুলজীবন থেকেই তিনি ছাত্র ইউনিয়নের সক্রিয় রাজনৈতিক কর্মী ও সংগঠক। মহান মুক্তিযুদ্ধে ২ নম্বর সেক্টরের গেরিলা। ছাত্রজীবন শেষে কৃষক আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন। তিনি বাংলাদেশ শান্তি পরিষদ এর-কেন্দ্রীয় কমিটির সম্পাদকমন্ডলীর সদস্য। উদীচী শিল্পগোষ্ঠী ও গবেষণা প্রতিষ্ঠান “বাংলাদেশ ফাউন্ডেশন ফর ডেভলপমেন্ট রিসার্চ” এর প্রতিষ্ঠাতা সদস্য।
জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শের একনিষ্ঠ অনুসারী আবদুল হালিম খান একাধারে শিক্ষক, রাজনীতিক, সমাজ সংগঠক ও সমাজ-কর্মী। নিষ্ঠাবান পুস্তক প্রেমী ও শৌখিন পাঠাগার নির্মাতা। পছন্দ দেশ-বিদেশ ভ্রমণ। শখ দেশের গান ও জীবনবাদী গান শোনা ও বাগান করা। লেখালেখিতে অশেষ আনন্দ তাঁর। তিনি “কালের খেয়া” নামক একটি সাপ্তাহিক পত্রিকার নির্বাহী সম্পাদক ছিলেন।  তাঁর স্বপ্রণীত একটি জীবনস্মৃতিমূলক বই ‌’কিছু স্মৃতি কিছু কথা’ প্রকাশিত হয় ২০১৪ সালে।  স্বত:স্ফূর্ত লেখালেখির পাশাপাশি বেশ কিছু বইও সম্পাদনা করেছেন তিনি।
তিনি ভ্রমণ করেছেন ভারত, নেপাল, থাইল্যান্ড, পাকিস্তান, তাইওয়ান, জাপান, দক্ষিণ কোরিয়া, সুইজারল্যান্ড, জার্মানি, রাশিয়া, ফ্রান্স ও ইতালি।
স্ত্রী ও দুই কন্যা নিয়ে তাঁর নিটোল পরিবার।
স্থায়ী নিবাস- ‘আমাদের বাড়ি’ শিবরামপুর, শ্রীনগর, বিক্রমপুর।
Abdul Halim Khan was born in the village Pausher of Upazila Sirajdikhan in Bikrampur. He is the elder son of AlamKhan-Tahurunnesa couple.He completed his schooling from Churain Tarini Bama High School, Raypura Intermediate College, Narshingdhi and completed graduation from Dohar-Nawabganj Degree College, Nawabganj, Dhaka.
He is an active political worker of ‘Bangladesh Chatro Union’ from his student life. As a dedicated follower of Bangabondhu Sheikh Mujubur Rahaman Abdul Halim Khan participated in the great Liberation War of 1971 and played his rule as a Guerilla Freedom Fighter in sector -2. He played active role in “Krishok Movement” after his student life. He is a member of central committee of “Bangladesh shanti Porishod”. He is also a founder member of “Bangladesh Foundation for Development Research.”
Abdul Halim Khan is known by a lot of identities like a teacher, politician, social worker, dedicated book lover etc. Collecting books & establishing libraries are his passion while listening patriotic songs, gardening etc. He likes to travel around the world too. His hobbies includes listening patriotic songs, gardening etc. He gates immense joy in writing. His first book of memories named kichhu smriti kichhu kathaa got published in 2014. He had edited a magazine called kaler kheya for long time and has been engaged compiling & editing many books of merits.
He has traveled countries like India, Nepal, Thailand, Pakistan, Taiwan, Japan, South Korea, Switzerland, Germany, Russia, France and Italy.
His family consists of his wife and two daughters. His permanent residence is “Amader Bari” Shibrampur, Sreenagar, Bikrampur, Munshiganj.
Executive Director

নির্বাহী পরিচালক

Kazi Afia Begum was born in a respectable Muslim family in Wari, Dhaka. Her father’s name is Kazi Mosharaf Hosain and mother’s name is Rowshon Ara Begum. Her parental home is Marialoy, a serene & shady village in Tongibari, Bikrampur.
She completed her SSC from Sher-E-Bangla School, Dhaka with distinction and HSC from Badrunnesa Government College, Dhaka. She completed her B.A (Honors) and M.A in Bangla from Dhaka University. This talented personality is a women entrepreneur and social worker. As a women with wisdom and talent and having sympathetic approach towards unprivileged, deprived people of society, she loves to work for their development.
She is determined to work for women empowerment and to stop all kinds of discrimination and violence against women of the society. She has kept herself dedicated towards social service from her student life. She loves to travel around the world and read books. Besides her hobby includes gardening, cooking, hospitality of guests etc. She has traveled  India, UAE, United States of America.
Her family consists of her daughter, son and highly designated government officer husband, and they have been working for under privileged people with the pledge of social welfare.
কাজী আফিয়া বেগম (রিনা) ঢাকার ওয়ারীতে এক সভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম কাজী মোশারফ হোসেন ও মাতার নাম রওশন আরা বেগম।তাঁর গ্রামের বাড়ি ঐতিহ্যবাহী বিক্রমপুরের টঙ্গীবাড়ি উপজেলার মারিয়ালয়।
কাজী মোশারফ হোসেন ও রওশন আরা দম্পতির মেঝো কন্যা কাজী আফিয়া অত্যান্ত কৃতিত্বের সাথে ঢাকার ওয়ারিস্থ শেরে বাংলা বালিকা বিদ্যালয় হতে এসএসসি এবং ঢাকার স্বনামধন্য সরকারি বদরুন্নেসা কলেজ হতে এইচএসসি পাশ করেন।পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে মেধার স্বাক্ষর রেখে বাংলা সাহিত্যে বিএ অনার্স ও এমএ করেন। মেধাবী এই নারী পেশাগত জীবনে একজন নারী উদোক্তা ও সমাজকর্মী।
মেধাবী ও মানবতাবোধসম্পন্ন মানুষ হিসেবে তিনি পছন্দ করেন সমাজের পিছিয়ে থাকা জনগোষ্ঠীকে নিয়ে কাজ করতে। নারীর ক্ষমতায়ন ও নারীর প্রতি সকল ধরনের বৈষম্য ও সহিংসতার অবসানকল্পে কাজ করতে প্রত্যয়ী কাজী আফিয়া ছাত্র জীবন হতেই নিজেকে সমাজ সেবায় নিয়োজিত রেখেছেন।
তিনি দেশ বিদেশ ভ্রমণ করতে ও বই পড়তে ভালোবাসেন। এছাড়াও বাগান করা, রকমারি রান্না বান্না ও অতিথি আপ্যায়ন তাঁর এক ধরণের শখ।
ব্যক্তিগত জীবনে এক কন্যা, এক পুত্র এবং উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা স্বামীকে নিয়ে কাজী আফিয়া বেগমের পরিবার বরাবরই জনকল্যাণের ব্রত নিয়ে দেশ ও মানুষের জন্য নিরন্তর কাজ করে যাচ্ছেন।