Preservation of History & Heritage
বাঙালির চিরায়ত ইতিহাস, ঐতিহ্য ও কৃষ্টিকে ধারণ ও লালন করে আলম খান – তহুরুন্নেসা ফাউন্ডেশন দেশজ সংস্কৃতি বিকাশে উৎসাহ প্রদানসহ রবীন্দ্র জয়ন্তী , নজরুল জয়ন্তী, লালন উৎসব, বৈশাখি মেলা, পৌষ মেলা, পিঠা উৎসব ও লোকজ সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করবে। বাঙালির হাজার বছরের সমৃদ্ধ ইতিহাস সংরক্ষণে সংগ্রহশালা প্রতিষ্ঠাসহ জ্ঞান আহরণের জন্য সমৃদ্ধ লাইব্রেরি প্রতিষ্ঠা করা হবে।
Alam Khan –Tahurunnesa Foundation will always nurture unprecedented history, tradition and culture of Bangladesh. For the enrichment of Bengalee’s culture – Rabindra Joyonti, Nazrul Joyonti, Lalon Festival, Baishakhi Fair, Poush Fair (Winter Festival), Pitha festival and Folk musical festival will be organized. In order to preserve the rich history of Bangladesh galleries and libraries will be established whereby people can acquire knowledge through these.